• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ধর্ম

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসলিম উম্মাহর জন্য দোয়া

  • ''
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক

মুসলিম উম্মাহর শান্তি কামনা ও ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করার মাধ্যমে শেষ হলো রমজানের প্রথম জুমা।

শুক্রবার (১৫ মার্চ) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এছাড়া, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনবাসীদের জন্যও আল্লাহর দরবারে দোয়া করা হয়। এ সময় হাজারো মুসল্লির আমিন আমিন কণ্ঠে ছেয়ে যায় বায়তুল মোকাররম মসজিদ।

নামাজ শেষে মুসল্লি সাগর হোসেন বলেন, রমজানের প্রথম রোজায় বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। আশা করছি বাকি জুমাগুলোও এখানে পড়তে পারব।

আরেক মুসল্লি বেলায়েত বলেন, বড় কাতারে সবার সাথে নামাজ পড়ার মধ্যে প্রশান্তি রয়েছে। আল্লাহ যেন সবার নামাজ কবুল করে নেন।

বাচ্চাসহ নামাজ পড়তে এসেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, বায়তুল মোকাররমে নামাজ আদায় করে ভালো লাগছে। চেষ্টা করি প্রতি ওয়াক্ত নামাজ এখানে পড়তে।নামাজে বাচ্চাদের নিয়ে আসি, যেন তারাও ধর্মীয় শিক্ষায় পরিপূর্ণ হয়ে ওঠে।

/মামুন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads